করোনায় শিখা প্রকাশনীর মালিক বাহারের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন শিখা প্রকাশনীর মালিক কাজী নজরুল ইসলাম বাহার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইওয়া রাজিউন)।

বুধবার রাত ৯টা ৩৭ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ওই হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

নজরুল ইসলাম বাহারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।

বাহারের ছেলে কাজী নাফিজুল ইসলাম সাব্বির জানান, করোনা আক্রান্ত হয়ে বাহারের স্ত্রী শামীম আরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মরহুমের জানাজা বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গেন্ডারিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গেন্ডারিয়া কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ