করোনায় রূপালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থপক (ডিজিএম) সহিদুল ইসলাম খান করোনাভাইরানে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ৩০ এপ্রিল থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগের কর্মরত ছিলেন। তার বয়স হয়েছিল ৪৯ বছর। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ছিলেন।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি খাতের দি সিটি ব্যাংকের দুই কর্মকর্তা মারা যান।