মঙ্গলবার , ২৭ এপ্রিল ২০২১ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনায় মৃত্যুহীন দিন পার করল পর্তুগাল

Paris
এপ্রিল ২৭, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ

জহুরুল ইসলাম মুন, লিসবন:

দ্বিতীয়বারের মতো সোমবার (২৬ এপ্রিল ২০২১) করোনায় মৃত্যুহীন দিন পার করল  পর্তুগাল। ইউরোপের দেশ পর্তুগালে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

বর্তমানে যখন বিশ্বের প্রায় সব দেশের করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে, তখন দ্বিতীয়বারের মতো মৃত্যুহীন দিন অধিবাহিত করায় বড় আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধুমাত্র দীর্ঘ লকডাউন ও জনগণের সহযোগিতার ফলে এটা সম্ভব হয়েছে। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট ১৬ হাজার ৯৬৫ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা আট লাখ ৩৪০০০ এর বেশি।

অন্যদিকে, পর্তুগালে ২৯ লাখ ১৩৮৯৫টি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে যা পর্তুগিজ জনসংখ্যার প্রায় সাত শতাংশ। এদিকে গত ২০ এপ্রিল একদিনে ৯৪ হাজারের বেশি করোনা পরীক্ষা করা হয়েছে; যা মহামারি শুরু থেকে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ পরীক্ষার রেকর্ড।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে জরুরি অবস্থা ঘোষণার পর গত ২ আগস্ট প্রথমবারের করোনায় মৃত্যুহীন ছিল দেশটি।

সর্বশেষ - রাজশাহীর খবর