করোনায় বন্দি ‘নো টাইম টু ডাই’

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুমিছিল নতুন করে বাড়ছে। আপাতত হলে গিয়ে সিনেমা দেখতে যাওয়া মানে, সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা! বিশেষজ্ঞরা এই ফরমান দিতেই মাল্টিপ্লেক্স সংস্থা ‘সিনেওয়ার্ল্ড’ আমেরিকায় তাদের ৫৪৩টি থিয়েটার ও ব্রিটেনের ১২৮টি সিনেমা হল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে।

চলতি বছরের এপ্রিলে রিলিজ হওয়ার কথা ছিল ২৫তম বন্ড-ফিল্ম ‘নো টাইম টু ডাই’। কিন্তু করোনাভাইরাসের কারণে ছবি আর মুক্তি পায়নি। সম্প্রতি সিনেমা হল খোলায় ছবি-মুক্তি নিয়ে ভাবনাচিন্তা চলছিল। কিন্তু ইউরোপ-আমেরিকায় দ্বিতীয় সংক্রমণ ঢেউয়ের আশঙ্কায় ফের মাল্টিপ্লেক্স বন্ধ হতেই প্রযোজক সংস্থা জানিয়ে দিল, এ বছর আর মুক্তি পাবে না বন্ড। তার দেখা মিলবে হয়তো আগামী বছরের এপ্রিলে।

শুধু বন্ড-ই নয়, করোনার ধাক্কায় আটকে রয়েছে ‘ব্ল্যাক উইডো’, ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’। ‘দ্য ব্যাটম্যান’ এর মতো ফিল্ম যা আগামী বছরে মুক্তি পাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন