করোনার থাবা, না ফেরার দেশে কবি শঙ্খ ঘোষ

মারা গেছেন পশ্চিমবঙ্গের কবি শঙ্খ ঘোষ। বুধবার বাংলা সাহিত্যের এই যুগাবসান ঘটে। গত সপ্তাহেই কভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বাংলা কবিতার স্যারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো দুই বাংলার সাহিত্য মহলে।

দুইদিন ধরে ধরেই জ্বরে ভুগছিলেন শঙ্খ ঘো । চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করান। গত বুধবার বিকেলে সেই রিপোর্ট আসে। তখনই জানা যায় যে, করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন শঙ্খ ঘোষ। উপরন্তু বার্ধক্যজনিত সমস্যাতেও ভুগছিলেন তিনি। অতঃপর প্রবীণ কবির করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই চিন্তিত হয়ে পড়ে সাহিত্যমহল। এবার আর ধকল সামলাতে পারলেন না। এক বুধবারে পজিটিভ হলেন, আরেক বুধবারে না ফেরার দেশে চলে গেলেন এই কবি।

 

সুত্রঃ কালের কণ্ঠ