করোনার ওষুধ রেমডিসিভিরের ১০০ শতাংশ কিনে বিতর্কে ট্রাম্প

শুধু মার্কিন মুলুকই পাবে আর কেউ না। অনেকটা এমন মনোভাব দেখিয়ে করোনার কার্যকরী ওষুধ রেমডিসিভিরের আগামী সব স্টক কিনে নেওয়ার নির্দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর জেরে বিশ্বজুড়ে বিতর্কের কেন্দ্রে তিনি। বিবিসি জানাচ্ছে এই খবর।

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত পরীক্ষিত ওষুধ রেমডিসিভির। প্রমাণিত যে এই ওষুধ ব্যবহার করে কোভিড-১৯ রোগ থেকে দ্রুত সেরে ওঠা যায়। ওষুধটির চাহিদা প্রবল।

রিপোর্টে বলা হয়েছে, রেমডেসিভির ওষুধটির পেটেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলিয়াড সায়ন্সেস।

ট্রাম্প সরকার গিলিয়াডের কাছ থেকে ৫ লক্ষ ডোজ পরিমান রেমডিসিভির কেনার একটি চুক্তি করেছে। ফলে জুলাই মাসে তৈরি ওষুধের ১০০ শতাংশ, অগস্টের ৯০ শতাংশ এবং সেপ্টেম্বরের ৯০ শতাংশ কিনে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার।

বিতর্ক এখানেই। কেন একাই সব কিনল মার্কিন সরকার উঠছে প্রশ্ন। আল জাজিরার খবর, এই ওষুধটি প্রথমে ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য তৈরি করা হয়েছিল। পরে করোনা আক্রান্ত রোগীদের জন্য এটি কার্যকরী বলে চিহ্নিত।