কবি হেনরিখ হাইনের জন্মদিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজকের দিনে জন্মগ্রহণকারী মেধাবী ব্যক্তিদের মধ্যে কবি হেনরিখ হাইন অন্যতম। ১৭৯৭ সালে জার্মানির ডুসেলডর্ফে জন্মগ্রহণ করেন ধনু রাশির এই জাতক। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, সাংবাদিক ও সাহিত্য সমালোচক ছিলেন। মাত্র ১৫ বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন। জার্মানির বাইরে হেনরিখ তাঁর গীতিকবিতার জন্য খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন।

 

‘দ্য রোমান্টিক’, ‘ব্রিফ আউস বার্লিন’, ‘উবার পোলেন’, ‘অ্যালমানসোর’, ‘বুক দেওয়া লেইডার’, ‘রাইজবিল্ডার’ তাঁর উল্লেখযোগ্য কাজ।
১৮৫৬ সালের ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে মৃত্যবরণ করেন এই বিখ্যাত কবি। জীবনের শেষ ২৫ বছর তিনি প্যারিসেই কাটিয়েছিলেন।

বিজ্ঞানী ওয়ার্নার ভন সিমেন্স ও জর্জ শুলজও আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।

সূত্র: এনটিভি