কথাশিল্পী নাজিব ওয়াদুদের ৫৬তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট কথাশিল্পী নাজিব ওয়াদুদের ৫৬তম জন্মদিন আজ। ১৯৬১ সালের ২০ জুলাই রাজশাহীর শ্যামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

তার উত্থান আশির দশকের শেষে, ছোটগল্পকার ও ছড়াকার হিসেবে; প্রতিষ্ঠা নব্বই দশক জুড়ে। এর পাশাপাশি তিনি শূন্য দশকে উপন্যাস, অনুবাদ ও প্রবন্ধ রচনায় মনোনিবেশ করেন।

তার এ পর্যন্ত প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে : ছোটগল্প- কাক ও কারফিউ (১৯৯৮), নষ্ট কাল অথবা হৃদয়ের অসুখ (২০০৮), কমরেড ও কিরিচ (২০১০), পদ্মাবতী কিংবা সুন্দরী মেয়েটির নাক বোঁচা (২০১১), বরেন্দ্রবাংলার গল্প (২০১২), সেরা পঁচিশ (২০১৭); উপন্যাস- দ্বিতীয় হৃদয় (২০০৬), বিয়ের ফুল (২০০৮), এক যে ছিল ময়না (২০১২); ছড়া- ফুলকুড়–নি ধানকুড়–নি (২০০৯); সায়েন্স ফিকশন- ভিন গ্রহের জ্বিন (২০১২); অনুবাদ- নোবেলবিজয়ী অরহ্যান পামুক (২০০৮), আনাড়ী রসিকজন (বালজাকের উপন্যাস, ২০১১), জননায়ক (চিনুয়া আচেবের উপন্যাস, ২০১২), আধুনিক ফিলিস্তিনী গল্প (২০১৩), স্বর্ণনদীর রাজা (জন রাসকিনের কিশোর উপন্যাস, ২০১৩), বিশ্বসেরা ছোটগল্প (২০১৪); সম্পাদনা : পদ্মাপাড়ের ছড়া (২০০৪) ও পদ্মাপাড়ের গল্প (২০০৭)।

সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন নাজিব ওয়াদুদ। লিটল ম্যাগাজিন ‘পরিলেখ’ ও ‘নন্দন’ সম্পাদনা করেন।

বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে উপ-প্রধান চিকিৎসক হিসেবে কর্মরত।

স/অ