কঠোর লকডাউনেও খোলা থাকবে শিল্প-কারখানা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। তবে সম্পূর্ণ লকডাউন শুরু হলেও এ সময়ে শিল্প-কারখানা চলবে।

রোববার (১১ এপ্রিল) কেবিনেট সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি নিশ্চিত করেছেন।

মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার পরিকল্পনা ছিল সরকারের। তবে উন্নত বিশ্বে লকডাউন ঘোষণা করা হলেও রফতানিমুখী শিল্প কারখানায় উৎপাদন অব্যাহত আছে।

দেশের তৈরি পোশাকশিল্প মালিকদের দাবি, কারখানা বন্ধ করলে ক্রয়াদেশ হারাবে বাংলাদেশ, বাজার হাতছাড়া হবে তাদের। শিল্প উদ্যোক্তাদের দাবি মেনে নিয়েছে সরকার। ১৪ এপ্রিল থেকে সম্পূর্ণ লকডাউন শুরু হলেও শিল্প-কারখানা চলবে।

সূত্র: জাগো নিউজ