গেইল পোলার্ড মালিকের পথে বিরাট কোহলি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৪তম আসরে একাধিক রেকর্ড গড়ার পথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।

আইপিএলের চলতি আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৩ রান করার মধ্য দিয়ে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলে টি-টোয়েন্টি ফরম্যাটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি।

আইপিএলের ইতিহাসে অতীতে ১৯৩ ম্যাচে সবচেয়ে বেশি ৫ হাজার ৯১১ রান করেছেন কোহলি। আর মাত্র ৮৯ রান করলেই ছয় হাজার রানের রেকর্ড গড়বেন বেঙ্গালুরুর এই অধিনায়ক।

ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলে দশ হাজার রানের রেকর্ড গড়ার পথে কোহলি। ইতোমধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটের ৩০৫ ম্যাচে ৯ হাজার ৭৬৪ রান করেছেন কোহলি। আর মাত্র ২৩৬ রান করলেই ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

অবশ্য কোহলির আগেই ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল (১৩,৭২০), কায়রান পোলার্ড (১০,৬৩৬) ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক (১০,৪৮৮) টি-টোয়েন্টিতে দশ হাজার রান সংগ্রহের ইতিহাস গড়েছেন।