কচুক্ষেতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর কচুক্ষেতে বকেয়া মজুরির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

বুধবার সকাল সাড়ে ৮টায় এজে ফ্যাশনের প্রায় ৪০০ শ্রমিক সড়ক অবোরধ করেন। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে পোশাক শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

পোশাক শ্রমিকরা বলেন, ঈদের আগে চারদিনের ওভার টাইমের টাকা বকেয়া ছিল। মালিকপক্ষ বলেছিল ঈদের পর কাজে যোগ দিলে পাওনা টাকা পরিশোধ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা তাদেরকে দেওয়া হয়নি। এজন্য তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

জানা গেছে, বকেয়া মজুরির বিষয়টি সমাধানে পোশাক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে মালিকপক্ষ ও স্থানীয় প্রশাসন।

 

সূত্রঃ যুগান্তর