কঙ্গোর কারাগারে হামলা, পালিয়েছে ১৩শ’ বন্দি

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর পূর্বাঞ্চলীয় বেনি শহরের একটি কারাগারে সশস্ত্র হামলার পর অন্তত ১৩শ’ কয়েদি পালিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ ঘটনা হয়।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে হামলা শুরু হলে তা প্রতিহত করতে পাল্টা অভিযান চালানো হলে দুই বন্দি নিহত হয়। এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার জন্য ওই অঞ্চলে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী এডিএফকে দায়ী করেছেন সেখানকার মেয়র মোদেস্তে বাকওয়ানামাহা।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন