কঙ্গোতে সোনার খনি ধসে নিহত অর্ধশতাধিক

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর একটি সোনার খনিতে ভূমিধসে ৫০ জনেরও বেশি কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় কামিতুগা এলাকার ওই সোনার খনিতে ধসের ঘটনা ঘটে।

প্রবল বর্ষণের কারণে ওই খনিতে ভূমিধস হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় একটি এনজিও প্রতিনিধি এমিরান ইতোঙ্গাওয়া গণমাধ্যমকে জানান, ওই খনির ভিতরে যেসব শ্রমিক ছিলেন তারা কেউই বের হয়ে আসতে পারেননি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়- পাহাড়ের পাশে অবস্থিত ওই খনির কাছে শত শত মানুষ ভিড় জমিয়েছে।

কঙ্গোতে এ ধরনের খনি দুর্ঘটনা অনেকটা সাধারণ ব্যাপার। প্রতি বছর বহু সংখ্যক মানুষ খনিতে চাপা পড়ে মারা যান।

গত বছরের অক্টোবর মাসে একটি পরিত্যক্ত সোনার খনিতে ভূমিধসে ১৬ জন নিহত হয়েছিলেন। এছাড়াও, গত বছরের জুনে একটি কপার ও কোবাল্টের খনিতে ভূমিধসে ৪৩ জন মারা যান।

 

সূত্রঃ যুগান্তর