ওয়েব কনটেন্ট পড়ে শোনাবে গুগল গো

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুগল সার্চের লাইট সংস্করণ গুগল লাইট এখন থেকে ২৮ টি ভাষায় ওয়েবসাইটের আর্টিকেল ও নিউজ পড়ে শোনাতে পারবে।

স্বল্পোন্নত দেশ বা দরিদ্র দেশগুলোর কথা ভেবে গুগল গো সংস্করণ ছাড়া হয়। অ্যাপটি মোবাইলে মাত্র ৫ মেগাবাইট জায়গা দখল করে। এটি ব্যবহার করলে ডেটা খরচ ৪০ শতাংশ কমে যায়। ধীর গতির ইন্টারনেটেও অ্যাপটি চালাতে কোনো সমস্যা হয় না।

গুগল তাদের ব্লগ পোস্টে জানায় যারা বড় বড় আর্টিকেল পড়তে চান না তাদের জন্যই ফিচারটি নিয়ে আসা হয়েছে। ফিচারটি ব্যবহার করতে গুগল গো অ্যাপে গিয়ে শুধু গুগল থিম সম্বলিত প্লে বাটন চাপলেই হবে। ব্যবহারকারীরা চাইলে শোনার স্পিড কমাতে বা বাড়াতে পারবেন। এতে একটি পজ বাটনও দেওয়া হয়েছে। যে লাইনগুলো পড়া হবে সেগুলো হাইলাইট হিসেবে নিচে দেখা যাবে।

এই ফিচারে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ফলে এই ফিচারের মাধ্যমে আর্টিকেলের গুরুত্বপূর্ণ অংশটুকুই শুধু শোনা যাবে।  তাই ওয়েব কন্টেন্টের নির্দেশনা অনুযায়ী রান্না করা বা ব্যায়াম করার সময় ফিচারটি বেশ কাজে লাগবে।

ফিচারটি নিয়ে গত জুলাই থেকে পরীক্ষা নিরীক্ষা শুরু করে গুগল। গুগল গো অ্যাপের সব ব্যবহারকারীর কাছে আজ থেকে ফিচারটি সবার কাছে পৌঁছাতে শুরু করেছে।

ব্লগ ডট গুগল অবলম্বনে