কম্পিউটার থেকে ইনস্টাগ্রামে ছবি আপলোডের কৌশল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আপনি প্রতিনিয়ত ইনস্টাগ্রাম ব্যবহার করেন? হঠাৎ আপনার ফোনটি নষ্ট হয়ে গেলো বা অন্য কোনো কারণে ফোনে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না। তখন কী করবেন? একবার ভেবেছেন?

আপনার হাতের কাছে থাকা ডেস্কট্রপ দিয়েই তা সম্ভব। তবে ডেক্সটপে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহার করলেও তাতে কোনো ছবি আপলোড করা যায় না। ওয়েবসাইটে গিয়ে লগইন করে শুধুমাত্র ব্যবহারকারীর প্রোফাইল ও হোম ফিড দেখা যায়। তবে উপায়? উপায় আছে। কীভাবে কাজটি করতে হবে তা এই টিউটোরয়ালে তুলে ধরা হলো।

প্রথমে গুগল ক্রোমের সর্বশেষ সংস্করণটি কম্পিউটার ইন্সটল করে দিতে হবে। যদি ইন্সটল  করা না থাকে তাহলে এই ঠিকানা থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারবেন।

এরপর ইনস্টাগ্রাম গিয়ে ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

তারপর ব্রাউজারের উপরে ডান পাশে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করে ‘More tools’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘Developers tools’ অপশনটিতে ক্লিক করতে হবে। চাইলে কাজটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করা যাবে। এর জন্য Ctrl+Shift+I একত্রে চাপতে হবে।

এরপর ‘Developers tools’ অপশনের উপরে বাম পাশে মোবাইল ও ট্যাব আইকন ক্লিক করতে হবে।

তারপর পেইজটি রিফ্রেশ করতে হবে। সহজে কাজটি করতে কিবোর্ডের f5 বাটনটি চাপতে পারেন।

তাহলে ইনস্টাগ্রামের মোবাইল সংস্করণ প্রদর্শিত হবে। মোবাইল অ্যাপের মতই  “+” বাটনে ক্লিক করে ছবি  আপলোড  করেও ক্যাপশন দিয়ে শেয়ার করা যাবে।