ওয়েবে চাকরি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গ্রামীণফোন

পদ ও যোগ্যতা : কি অ্যাকাউন্ট ম্যানেজার, লিড স্পেশালিস্ট। স্নাতক। ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা : ন্যূনতম ছয় বছর।

আবেদনের শেষ তারিখ : ২৩ ফেব্রুয়ারি।

আবেদনের নিয়ম : গ্রামীণফোনের ওয়েবসাইট (bit.ly/2kIU6S9) থেকে আবেদন করা যাবে।

 

প্রাণ গ্রুপ

পদ ও যোগ্যতা : ম্যানেজমেন্ট ট্রেইনি-ডিজিটাল মার্কেটিং (পুরুষ)। স্নাতকোত্তর। বাংলা ও ইংরেজিতে কপি রাইটিংয়ে দক্ষতা থাকতে হবে। যোগাযোগ ও উপস্থাপনে দক্ষ ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে।

অভিজ্ঞতা : ডিজিটাল মিডিয়া মার্কেটিংয়ে অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদনের নিয়ম : বিডিজবসের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি।

সূত্র : বিডিজবস.কম

 

ইসলামী ব্যাংক

পদ ও যোগ্যতা : অফিসার। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি। সব ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। সার্টিফাইড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট (সিএএমএস) সনদধারীদের অগ্রাধিকার।

বেতন : প্রথম ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে শেষ হওয়ার পর প্রতি মাসে ৫৫ হাজার ৫০০ টাকা।

অভিজ্ঞতা : ন্যূনতম দুই বছরের।

বয়স : অনূর্ধ্ব ৩৫ বছর।

আবেদনের শেষ তারিখ : ২৫ ফেব্রুয়ারি।

আবেদনের নিয়ম : ইসলামী ব্যাংকের ওয়েবসাইট (career.islamibankbd.com)-এ আবেদন করা যাবে।

 

শরিফ মেলামাইন

পদ ও যোগ্যতা : বিক্রয় প্রতিনিধি। স্নাতক বা স্নাতকোত্তর পাস।

অভিজ্ঞতা : সংশ্লিষ্ট পদে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুনরাও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ৫ মার্চ।

 

নোভার্টিস

পদ ও যোগ্যতা : এক্সিকিউটিভ প্ল্যান্ট মেইনটেন্যান্স। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি বা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকসে স্নাতকোত্তর।

কর্মস্থল : গাজীপুর।

আবেদনের নিয়ম : নোভার্টিসের ওয়েবসাইট (bit.ly/2kBlcM2) থেকে আবেদন করা যাবে।

সূত্র: কালের কন্ঠ