ওয়ার্ন মারা যেতেই এমন মন্তব্য; গাভাস্কারকে ধুয়ে দিচ্ছে অজি মিডিয়া!

গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়ে মাত্র ৫২ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্ন। তাঁর ক্যরিয়ারজুড়েই শুনতে হয়েছে মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে তুলনা। দুজনের মাঝে কে সেরা, তা নিয়ে পুরো ক্রিকেটবিশ্বই দুই ভাগ ছিল। মৃত্যুর পরও তাঁকে নিয়ে এই আলোচনা থামছে না! ভারতের ব্যাটিং লিজেন্ড সুনীল গাভাস্কার বলে বসেছেন, ওয়ার্ন মোটেও বিশ্বের সেরা স্পিনার ছিলেন না! এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

ওয়ার্নের মৃত্যুর পর একটি টিভি অনুষ্ঠানে গাভাস্কারকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনার কী মনে হয় ওয়ার্নই সর্বকালের সেরা স্পিনার?’ উত্তরে গাভাস্কার সরাসরি বলে দিলেন, ‘না, আমি সেটা বলব না। আমার চোখে ভারতের বেশ কয়েকজন স্পিনার এবং মুত্তিয়া মুরালিধরন শেন ওয়ার্নের চেয়ে এগিয়ে ছিল। ‘ গাভাস্কারের এই মন্তব্যে বেজায় চটে গেছে অজি মিডিয়া। ফক্স স্পোর্টস লিখেছে, ‘ওয়ার্নের হার্ট অ্যাটাকে মৃত্যুর পরই গাভাস্কারকে এমন মন্তব্য করতে হলো!’

এ ছাড়া ব্রিটিশ সাংবাদিক জ্যাক মেন্ডেল টুইটারে লিখেছেন, ‘ভারতের স্পিনাররা আর মুরালিধরন যে (ওয়ার্নের চেয়ে) ভালো ছিল, এটা বলার জন্য শেন ওয়ার্নের মৃত্যুর সময়টাকেই বেছে নিয়েছেন গাভাস্কার! সেটাও ভারতের বিপক্ষে তাঁদের সবার দারুণ সব রেকর্ডের কারণে।  গাভাস্কার, সত্যি বলতে এসব বলার সময় এখন নয়। আপনি খুব সহজেই প্রশ্নটা পাশ কাটিয়ে যেতে পারতেন। ওয়ার্নের শরীরটা তো এখনো পুরোপুরি ঠাণ্ডাও হয়নি!’

 

সূত্রঃ কালের কণ্ঠ