ইউক্রেন আক্রমণ করায় রাশিয়ায় স্ট্রিমিং বন্ধ করল নেটফ্লিক্স

ইউক্রেনের সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়ানোয় রাশিয়ায় নিজেদের সেবা বন্ধ করে দিয়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। নেটফ্লিক্সের এক মুখপাত্র গণমাধ্যমে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে রাশিয়ায় আমাদের সব ধরনের সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। ’

kalerkantho

এই সপ্তাহের শুরুতেই ওটিটি প্ল্যাটফর্মটি রাশিয়ার সব ভবিষ্যৎ প্রজেক্ট স্থগিত করার ঘোষণা দেয়।

নেটফ্লিক্সের চারটি রাশিয়ান অরিজিনালের কাজ চলমান ছিল। এর আগে নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া, এবার এলো বিনোদন দুনিয়া থেকে। নেটফ্লিক্সের আগে বড় বড় স্টুডিওগুলো রাশিয়ায় তাদের ছবি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে হালের আলোচিত ‘দ্য ব্যাটম্যান’ দেশটিতে মুক্তি পায়নি।

পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় নেটফ্লিক্স রাশিয়ায় নতুন সেবা। ২০১৬ সালে দেশটিতে প্রবেশ করে নেটফ্লিক্স। যেখানে তাদের সাবস্ক্রাইবারও খুব বেশি নয়, মেরেকেটে ১০ লাখের মতো।

 

সূত্রঃ কালের কণ্ঠ