বুধবার , ১৮ নভেম্বর ২০২০ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ওসি’র অপসারণ দাবি

Paris
নভেম্বর ১৮, ২০২০ ১০:১৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের অপসারণ দাবিতে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে অটোরিকশা শ্রমিক ও মালিক সমিতির নেতা-কর্মীরা। এক পর্যায়ে তারা খাঁটিহাতা ও কুট্টাপাড়া মোড়ের সামনে মহাসড়কে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মালিক ও শ্রমিকরা অভিযোগ করেন, মাহবুবুর রহমান ওসি হিসেবে যোগদানের পর থেকেই অটোরিকশা ও ইজিবাইক চালক-মালিকের উপর এক ধরণের নির্যাতন শুরু করেন। তিনি টাকার জন্য ইজিবাইক ও অটোরিকশা আটক করেন। পরে প্রতিটি গাড়ি ছাড়তে তিনি সাত-আট হাজার টাকা আদায় করেন। তিনি যোগদানের পর থেকে মালিক শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছে।

তবে ওসি মাহবুবুর রহমান বলেন, ‘মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ থাকায় আটক করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে এগুলো ছাড়া হয়। কিন্তু অটোর মালিক, শ্রমিকরা তাৎক্ষণিকভাবে ছাড়িয়ে নিতে চান।’ তিনি জানান, বুধবার বিক্ষোভের সময় তিনি ছিলেন না। পরে এসে মালিক, শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

 

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ - জাতীয়