রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ওষুধ দিতে বাসায় এসে স্কুল শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ কবিরাজের বিরুদ্ধে

Paris
আগস্ট ২৮, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেচাই ওরফে পরিতোষ বাড়ৈ (৫০) নামের এক কবিরাজের বিরুদ্ধে স্কুল শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কবিরাজকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। বর্তমানে তিনি পলাতক। তিনি উপজেলার গোলাবাড়িয়া গ্রামের কালীপদ বাড়ৈর ছেলে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার একটি বাজারে ভুক্তভোগী ওই স্কুল শিক্ষিকার বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষিকা জানান, কয়েক মাস ধরে শারীরিক সমস্যার কারণে বেচাই ওরফে পরিতোষ কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিয়ে আসছিলেন তিনি। ঘটনার দিন সন্ধ্যায় কবিরাজ ওষুধ দেওয়ার কথা বলে তার ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরে একা পেয়ে কবিরাজ তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে কবিরাজ পরিতোষকে ধরে পিটুনি দিয়ে ছেড়ে দেয়।

এ বিষয়ে জানার জন্য বেচাই ওরফে পরিতোষ বাড়ৈর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী জয় মালা বাড়ৈ।

ভাঙ্গারহাট নৌ তদন্তকেন্দ্রের ইনচার্জ ওমর শরীফ বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়