বুধবার , ১১ মার্চ ২০২০ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ স্থগিত

Paris
মার্চ ১১, ২০২০ ৮:০৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের আতঙ্কে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২১ ও ২২ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার মিরপুরে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

করোনাভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ছে। ছোঁয়াছে এ ভাইরাসের কারণে পূর্ব নির্ধারিত খেলাগুলো স্থগিত হয়ে যাচ্ছে। ফুটবলসহ অন্যান্য অনেক ইভেন্টের বেশকিছু খেলা ইতিমধ্যেই স্থগিত হয়েছে।

চলতি মাসেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপক্ষে বিশ্ব একাদশ ও অলস্টার এশিয়া একাদশের মধ্যে দুটি প্রীতি ম্যাচ ঢাকার মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস আতঙ্কের কারণে এই ম্যাচ দুটি স্থগিত করল বিসিবি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২১ ও ২২ মার্চের প্রীতি ম্যাচই নয়, ম্যাচ উপলক্ষে অনুষ্ঠিতব্য ১৮ মার্চের কনসার্টও স্থগিত হয়েছে। যে কনসার্টে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমানের পরিবেশনা নিয়ে উপস্থিত হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৯টি দেশের মানুষ। ছোঁয়াছে এই ভাইরাসে আক্রান্ত তিনজন বাংলাদেশি রোগীর সন্ধান পাওয়া গেছে।

সর্বশেষ - খেলা