এলো এলজির নতুন ২ ফোন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি উন্মোচন করলো নতুন দুই ফোন ‘এলজি জি৭ ওয়ান’ ও ‘এলজি ৭ ফিট’।

প্রতিযোগিতা মূলক বাজারে দখলের চেষ্টায় প্রতিষ্ঠানটি এই নতুন দুই ডিভাইস বাজারে এনেছে।

জি৭ ওয়ান এলজির প্রথম স্মার্টফোন যেখানে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ওয়ান ওরিও ৮.১।

৬.১ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে সমৃদ্ধ ফোনটিতে রয়েছে ৪ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। চাইলে ৫১২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।

ছবি তোলার জন্য পিছনে রয়েছে এফ/১.৬ অ্যাপচার সমৃদ্ধ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ ডিভাইসটিতে আরো রয়েছে জিপিএস, কুইকচার্জ ৩ সুবিধা।

এদিকে এলজি জি৭ ফিটে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর। ৪ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি রয়েছে এতে। অ্যান্ড্রয়েড ওরিও এর কাস্টমাইজ এলজির নিজস্ব ওএস রয়েছে। এটি মূলত মিডরেঞ্জ ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে।

ডিভাইস দুইটির মূল্য কত হবে এই সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি প্রতিষ্ঠানটির। শিগশিরই বাজারে পাওয়া বিক্রি শুরু হবে, তখন মূল্য সম্পর্কে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জিএসএমএরিনা অবলম্বনে