এরপরও দল নিয়ে গর্বিত মাহমুদউল্লাহ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

লিগ পর্বে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকেও বিপিএলের ফাইনালে ‍উঠা হলো না খুলনা টাইটানসের।

 

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ঢায়নামাইটসের বিপক্ষে হারের পর আজ রাজশাহী কিসের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ৭ উইকেটে হেরে বিদায় নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

 

শুক্রবার (০৯ ডিসেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের চতুর্থ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলবে রাজশাহী কিংস।

ফাইনাল খেলতে না পারায় হতাশা থাকলেও দলের খেলোয়াড়দের নিয়ে গর্বিত খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ‘হতাশ তো অনেক আগে থেকেই ছিলাম। বেশিরভাগ ম্যাচেই বোলাররা ছোট ছোট সংগ্রহ ডিফেন্ড করে জিতিয়েছে। তারপরও আমি দল নিয়ে গর্বিত। টিমটা যেরকম ছিল সে দিক থেকে আমরা ভালো ক্রিকেটই খেলেছি।’

 

পুরো টুর্নামেন্টে খুলনা টাইটানস বোলিং বিভাগে দাপট দেখালেও ব্যাটিং ভুগিয়েছে তাদের। কেবল মাহমুদউল্লাহ রিয়াদ রান করেছেন ধারাবাহিকভাবে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ (৩৯৬) রান এ ডানহাতি ব্যাটসম্যানের।

 

মাহমুদউল্লাহ মনে করেন বাকিদের ব্যাটিং আরেকটু ভালো হলে ফলটা ভিন্ন হতে পারতো, ‘ব্যাটিংটা ভালো হলে হয়তো ভালো কিছু হতে পারতো। দুর্ভাগ্যজনক হয়নি। আগামী বছরের দিকে তাকিয়ে থাকতে হবে। টোটাল ইউনিট হিসেবে যতটুকু চেয়েছিলাম ততটুকু হয়তো হয়নি।’

সূত্র: বাংলা নিউজ