এমপি এনামুলের ঈদ উপহার পেলেন ২০ হাজার নারী

বাগমারা প্রতিনিধি:
প্রতি বছরের মতো এবারও রাজশাহীর বাগমারার সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের ঈদ উপহার পেলেন উপজেলার ২০ হাজার দুঃস্থ নারী। শুক্রবার সকালে সাংসদ এনামুল হক নিজ হাতে নারীদের মধ্যে ঈদ উপহার হিসাবে একটি করে নতুন শাড়ি বিতরণ করেন।

এ উপলক্ষে সকালে উপজেলার শিকদারীর সালেহা ইমারত কোল্ডস্টোরেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়োজক স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাংসদের পতœী তহুরা হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার আবুল, সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরিয়ম বেগম, সম্পাদক কোহিনুর বেগম, ইউপি চেয়ারম্যাসন আসলাম আলী আসকান, আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রলীগের নেতা জহুরুল ইসলাম, নাদিরুজ্জামান মিলন, সাইফুল ইসলাম, সোহাগ হোসেন প্রমুখ। উল্লেখ্য গত নয় বছর ধরে সাংসদের উদ্যোগে ঈদের আগে উপহার হিসাবে এলাকার দুঃস্থদের শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

নতুন শাড়ি পেয়ে বৃদ্ধা ফাইজান বেওয়া, স্বামী পরিত্যাক্তা ওজুফা খাতুন, বিধবা মরিয়ম বেগম খুশি হয়ে বলেন, ‘এমন এমপি আমরা জিনদাগানিতেও পায়নি। লতুন শাড়ি দিইয়্যা আমরা ইদ করব্যের পারবো’

 

 

স/আ