এবার রাশিয়া থেকে হীরা ও মদ আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাশিয়ার হীরা, ভদকা ও সামুদিক খাবার।

গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদ বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, রাশিয়ার অর্থনীতির ওপর জোরালো চাপ সৃষ্টি করতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছেন। নতুন নিষেধাজ্ঞা জারির পরে যুক্তরাষ্ট্রে রাশিয়ার মদ, সামুদ্রিক খাবার ও হীরা আমদানি করা যাবে না।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন্ট বলেন, আমরা রাশিয়ার অর্থনীতির বেশ কয়েকটি উল্লেখযোগ্য পণ্য নিষিদ্ধ করছি। যুক্তরাষ্ট্র আরও কিছু রাশিয়ান নাম তালিকায় যুক্ত করবে। তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন কোনো যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না যা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।

এর আগে রাশিয়ার সাথে ‘স্থায়ী স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক’ বাতিল করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর ফলে রাশিয়ার পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপ করা যাবে বলে জানিয়েছে দেশটি। এতে রুশ অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলেই দাবি বাইডেন প্রশাসনের।

বাইডেন জানান, নিষেধাজ্ঞা আর আমদানির লাগাম টেনে ধরলেই রাশিয়ার অর্থনীতিতে ধস নামবে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন