সোমবার , ১১ জুলাই ২০২২ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘এবার বিশ্বকাপ জেতার বড় সুযোগ পাকিস্তানের’

Paris
জুলাই ১১, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের বিশ্বাস, চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দেশের চ্যাম্পিয়ন হওয়ার পূর্ণ সুযোগ রয়েছে। বর্তমানে আইসিসি র‍্যাংকিংয়ে তিন নম্বরে রয়েছে বাবর আজমের টি-টোয়েন্টি দল।

গত বছর আবুধাবিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও হট ফেবারিট ছিল পাকিস্তান। দারুণ খেলেই সেমিফাইনালে উঠেছিল তারা। কিন্তু ম্যাথু ওয়েডের আচমকা ঝড়ে শেষ চার থেকেই বিদায় নিতে হয়েছে ২০০৯ সালের আসরের চ্যাম্পিয়নদের।

এবার অস্ট্রেলিয়ার মাটিতে হবে বিশ্বকাপের পরবর্তী আসর। যেখানে গত ১২ মাস ধরে ভালো খেলার অভিজ্ঞতা পাকিস্তানের জন্য অনেক বড় নিয়ামক হিসেবে কাজ করবে বলে মনে করেন ওয়াকার। আইসিসি ডিজিটালে তিনি পাকিস্তানের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কথা বলেছেন।

মেলবোর্নে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকারের ভাষ্য, ‘এবারের বিশ্বকাপে আমাদের দলের অনেক বড় সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার পিচগুলো সাধারণত ব্যাটিংবান্ধব হয়। আমাদের দলে অনেক ভালো ব্যাটার আছে, যারা এসব কন্ডিশনে অনেক ভালো খেলতে পারবে।’

তিনি আরও যোগ করেন, ‘টপঅর্ডারে বাবর নিশ্চিতভাবেই বড় ভূমিকা রাখবে। আমি মনে করি, সবসময় যে ভূমিকা রাখে বাবর, তা ধরে রাখবে। এরপর মোহাম্মদ রিজওয়ান অনেকদিন ধরেই ভালো খেলছে। আর আমাদের বোলিং আক্রমণও বিশ্বের অন্যতম সেরা।’

এসময় শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন বোলিং আক্রমণ নিয়ে তিনি বলেন, ‘আমরা গত এক বছরে ছয়-সাত জন পেসারকে পরখ করে নিয়েছি এবং তারা সবাই দুর্দান্ত খেলছে। আমি মনে করি শাহিন ও হারিস রউফ মূল দায়িত্ব পালন করবে। আবার হাসান আলির কথা ভুলে গেলেও চলবে না।’

 

সুত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - খেলা