এটা প্রতিহিংসার সর্বোচ্চ দৃষ্টান্ত : মওদুদ আহমদে

সিল্কসিটিনিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গুলশানের বাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার কার্যক্রম আজ বুধবার বেলা দুইটার দিকে শুরু হয়েছে। বেলা পৌনে তিনটার দিকে বাসার ভেতর থেকে মালামাল নিয়ে শ্রমিকেরা রাজউকের ট্রাকে তুলেন।

তবে এ সময় পরিবারের কোনো সদস্যের দেখা মেলেনি।

পরে গণমাধ্যমকর্মীদের ডেকে বিএনপির এই নেতা বলেন, ‘দেখেন, কীভাবে আমার মালামাল তুলে নিচ্ছে! এটা প্রতিহিংসার সর্বোচ্চ দৃষ্টান্ত। আদালত তো বলেননি এই বাড়ি থেকে উচ্ছেদের কথা। রাজউকও উচ্ছেদের নোটিশ দেয়নি। বিরোধী দলের রাজনীতি করি বলেই বাসা থেকে উচ্ছেদ করা হচ্ছে। সরকারি দলের নেতা হলে তো এমন হতো না। ’

এখন কী করবেন-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখন তো রাস্তায় শুয়ে থাকা ছাড়া উপায় নেই। মালামাল কোথায় নেওয়া হবে তা জানি না। ’

বাড়ির মালামাল সরিয়ে কোথায় নেওয়া হবে, তা জানাননি রাজউকের কর্মকর্তারা। তবে শ্রমিকরা জানিয়েছে, মালামালগুলো মহাখালীতে রাজউকের কার্যালয়ে নেওয়া হতে পারে।