‘এখন ঈশ্বরই পারেন ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের হয়ে একসঙ্গে খেলেছেন দীর্ঘদিন। ভারতের বহু জয়ের নায়ক তারা। এবার বন্ধুর জন্য বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাবেক অধিনায়ক। স্বার্থের সংঘাতের ইস্যুতে রাহুল দ্রাবিড়ের পাশে দাঁড়িয়ে বিসিসিআইকে একহাত নিলেন সৌরভ গাঙ্গুলি।

দ্রাবিড়কে সম্প্রতি চিঠি পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমির পরিচালক তিনি। সেই সঙ্গে চেন্নাই সুপার কিংসের মালিকগোষ্ঠী ইন্ডিয়া সিমেন্টস গ্রুপের সহসভাপতি। একসঙ্গে দুই পদে আছেন দ্য ওয়ালখ্যাত ক্রিকেটার, যা নিয়মবহির্ভূত।

এ নিয়েই বোর্ডের কাছে অভিযোগ ঠুকেছেন সঞ্জীব গুপ্তা। তিনি মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসেসিয়েশনের আজীবন সদস্য। বোর্ডের অম্বুডসম্যান ডি কে জৈনকে ১৬ আগস্টের মধ্যে জবাব দিতে হবে রাহুলকে। স্বার্থের সংঘাত নিয়ে বোর্ডের এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সৌরভ।

সোশ্যাল মিডিয়া টুইটারে বিসিসিআইয়ের বিরুদ্ধে রাগ ঝেড়েছেন তিনি। টুইটবার্তায় দাদা বলেন, স্বার্থের সংঘাত ইস্যুতে কথায় কথায় সাবেক ক্রিকেটারদের নোটিশ ধরানোটা বোর্ডের নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এভাবে কী প্রতিদিন খবরের শিরোনাম হওয়া যায়? ভারতীয় ক্রিকেটকে এখন ঈশ্বরই বাঁচাতে পারেন। দ্রাবিড়ের মতো ক্রিকেটারকেও এখন নোটিশ পেতে হচ্ছে। সেটিও স্বচ্ছতা প্রমাণের জন্য!

সৌরভকেও কিছু দিন আগে নোটিশ পাঠায় বোর্ড। দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি থাকাকালীন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন তিনি। ফলে স্বার্থের সংঘাত ইস্যুতে তাকে চিঠি পাঠায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।