এক ম্যাচ খেলেই চতুর্থ রাউন্ডে জকোভিচ!

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠতে তেমন কোনো কষ্টই করতে হলো না নোভাক জকোভিচের। খেলার কথা ছিল ৩ ম্যাচ। কিন্তু প্রথম রাউন্ডের ১ ম্যাচ খেলেই শেষ ষোলোতে পৌঁছে গেছেন জকোভিচ। বিশ্বের ১ নম্বর খেলোয়াড়ের দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের প্রতিদ্বন্দ্বী ইনজুরিতে।

তাই জকোভিচ একরকম ওয়াকওভারই পেয়েছেন টানা দুই ম্যাচে। তৃতীয় রাউন্ডে জকোভিচ ৪-২ এ এগিয়ে ছিলেন রাশিয়ান প্রতিদ্বন্দ্বী মিখাইল ইউঝনির বিপক্ষে। মিখাইল এরপর ইনজুরির কারণে আর খেলতে পারেননি।

স্পেনের রাফায়েল নাদাল ফ্লাশিং মিডোতে তার তৃতীয় ইউএস ওপেন শিরোপার খোঁজে আছেন। তিনিও চতুর্থ রাউন্ডে উঠেছেন বেশে সহজ ম্যাচ জিতে। তৃতীয় রাউন্ডে নাদাল হারিয়েছেন রাশিয়ার আন্দ্রে কুজনেতসভকে। ব্যবধান ৬-১, ৬-৪, ৬-২।

শীর্ষ বাছাই জকোভিচ চতুর্থ রাউন্ডে খেলবেন ২১ বছরের বৃটিশ খেলোয়াড় কাইল এডমান্ডের সাথে। এডমান্ড তৃতীয় রাউন্ডে প্রতিষ্ঠিত খেলোয়াড় জন ইসনারকে হারিয়েছেন।

বড় সার্ভের ২০তম বাছাই আমেরিকান ইসনারের বিপক্ষে এডমান্ডের জয় ৬-৪, ৩-৬, ৬-২, ৭-৬ এর। র‌্যাঙ্কিংয়ের ৮৪তম স্থানে থাকা এডমান্ডের বড় পরীক্ষা বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচের বিপক্ষে।

এদিকে মেয়েদের এককে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কারবার লড়বেন পেত্রা কিতোভার বিপক্ষে। আমেরিকান টিনএজার সিসি বেলিসকে ৬-১, ৬-১ এ হারিয়েছেন জার্মান কারবার। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন চেক কিতোভা এর আগে ৮ দেখায় কারবারকে ৪ বার হারিয়েছেন।

সূত্র: কালের কণ্ঠ