‘একটি কাগজ’

সাজিয়া সুলতানা মিম

একটি কাগজ!
কালো কালিতে লেখা ছিলো ভালোবাসি,
আলপিন দিয়ে আটকানো ছিলো
শুষ্ক গোলাপ পাপড়ি।
নিত্য একবার পড়ি,
আবার ভাজ করে রেখে দেয়
অলস টেবিলের কোণে।
মারামারি করে
অক্ষর,অনুভব,পাপড়ি,আলপিন,কালি!
বাসা বাধঁতে পারে না মাকড়সা।
দীর্ঘ আফসোস!
হঠাৎ একদিন কারেন্ট নেই
মোম গলিয়ে কাগজে ছুড়ে দিলাম,
পরিচয় হলো তারা
ক্ষণিক বাদে চিরকুট পুড়ে ছাঁই
স্মৃতি নত আধাঁরের কালোর কোলে!