একজনের ১৬০, বাকিরা শূন্য!

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

স্কোরবোর্ডে দলের জমা ৮ উইকেটে ১৬৯ রান। যার মধ্যে ইনিংস সেরা ব্যক্তিগত রানই ১৬০, বাকি ৯ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। দলের ইনিংস শেষে এমন স্কোর বিস্মিত করতে যথেষ্ট। বিস্ময়কর হলেও সত্যি যে মাত্র একজন পুরো দলের হয়ে খেললেন! বাকিরা রানের খাতা না খুলেই আউট হয়েছেন।

এমনটা হয়েছে প্রিটোরিয়ায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মেয়েদের অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায়। ওই টি-টোয়েন্টি ম্যাচে ইস্টার্নসের বিপক্ষে এমপুমালাঙ্গার হয়ে শানিয়া-লি সোয়ার্ট করেছেন অপরাজিত ১৬০ রান। মাত্র ১৫ বছর বয়স থেকে এমপুমালাঙ্গার হয়ে খেলা সোয়ার্ট মাত্র ৮৬ বল খেলে ১৬০ রান করেন। ১৪৪ রানই করেছেন বাউন্ডারি থেকে, ১২টি ছয় ও ১৮টি চার। এর আগে গত শুক্রবার ৫০ ওভারের ম্যাচে দলের ৩৫২ রানের মধ্যে ২৮৯ রান করেছিলেন তিনি।

শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও দুর্দান্ত সোয়ার্ট। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে নেন ২ উইকেট। দলও জিতেছে ৪২ রানের ব্যবধানে। অনবদ্য এক ইনিংসই বটে!

সূত্র: বাংলা ট্রিবিউন