এই শোক ফুরাবার নয়

 

শোকের মাসে বাঙালীর বুকে
সদা দুঃখের নদী বয়,
বঙ্গবন্ধুর রক্ত ভেজা বাংলায়
আগস্ট বিষাদময় ।

উন্মাদ খুনিরা ঐ পচাত্তরে
জাতিকে করে কলঙ্কময়,
খুনের নেশায় মাতে হায়েনারা
কাঁদায় কোটি হৃদয় ।

থাকতো যদি বঙ্গবন্ধু বেঁচে
আমাদেরই হতো জয়,
সোনার বাংলায় অনেক আগে
আসতো সুখের সুসময় ।

অবশেষে খুনিদের ফাঁসি দিয়ে
জাতি কলঙ্কমুক্ত হয়,
তবু, কাঁদো বাঙালী কাঁদো
এই শোক ফুরাবার নয় ।