এই যুদ্ধে কারা লাভবান হচ্ছে জানি না: প্রধানমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কোভিড মহামারির রেশ না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এর ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সারা বিশ্বের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে আবারও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কারা লাভবান হচ্ছে জানি না। হয়তো লাভবান হচ্ছেন যারা অস্ত্র ব্যবসা করেন বা অস্ত্র বানান। কিন্তু সারা বিশ্বব্যাপী মানুষগুলো কিন্তু কষ্ট পাচ্ছেন।

সেসব ক্ষমতাধর দেশের উদ্দেশে শেখ হাসিনার আহ্বান— ‘বিশ্ববাসীর কাছে আমার আবেদন থাকবে, এই যুদ্ধটা বন্ধ করতে হবে। স্যাংশন প্রত্যাহার করতে হবে। মানুষকে বাঁচার সুযোগ দিতে হবে, জীবনমান ধরে রাখার ব্যবস্থা নিতে হবে। আমাদের উন্নত বিশ্বগুলো, যারা এই যুদ্ধংদেহী মনোভাব নিয়ে যুদ্ধে নেমেছেন, তাদের কাছে আমার এ আবেদনটা থাকল।’ সূত্র: কালের কণ্ঠ