উড়ন্ত সূচনা শ্রীলংকার

সিল্কসিটি নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে উড়ন্ত শুরু শ্রীলংকার। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ ওভারে এক উইকেট হারিয়ে ৬০ রান করেছে লংকানরা। ২১ বলে ৩১ রানে অপরাজিত চারিথ আসালঙ্কা। ১৩ বলে ১৫ রানে তাকে সঙ্গ দিচ্ছেন ওপেনার কুশাল পেরেরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ২২তম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

শ্রীলংকা নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৭২ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটের জয়ে বিশ্বকাপের মূলপর্বের মিশন শুরু করেছে।

অন্যদিকে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৮/৯ রানে আটকিয়ে ৫ উইকেটে জয় পেয়েছে।

অস্ট্রেলিয়া-শ্রীলংকা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে।  প্রথম ম্যাচের জয়ের ধারাবাহিকতা এ ম্যাচেও ধরে রাখতে বদ্ধপরিকর উভয় দল।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কু স্টয়নিস, ম্যাথু ওয়েড, পেট কামিন্স, মিচেল স্টার্ক, আড্যাম জাম্পা ও জশ হ্যাজলউড।

শ্রীলংকা: কুশাল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ওয়ানেন্দু হাসারাঙ্গা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা ও মহেশ থেকশেনা।

সূত্র:যুগান্তর