এবার মার্কিন গায়কের কণ্ঠে ‘মানিকে মাগে হিতে’ ভাইরাল (ভিডিও)

সিল্কসিটি নিউজ ডেস্ক:

‘মানিকে মাগে হিতে’ গানটি গেয়ে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছেন শ্রীলংকার গায়িকা ইয়োহানি। বিশ্বজুড়ে অসংখ্য সংগীতপ্রেমী সিংহলী ভাষার এই গানটি নিজের মতো কভার করেছেন। এবার এক মার্কিন গায়কের কণ্ঠে গাওয়া জনপ্রিয় এই গানটি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

মার্কিন গায়ক এরিক হেনরি হেনরিকস ইউটিউবে ওই গানের কভার আপলোড করার পর তা ভাইরাল হয়। শ্রীলংকায় বসবাসরত মার্কিন গায়ক এরিক কয়েকদিন আগে ইউটিউবে গানটি আপলোড করেন। যাকে মূল গানটির র‌্যাপ সংস্করণও বলা যেতে পারে।

ওই গানের মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে শ্রীলংকার বিভিন্ন মনোরম স্থানে।

মার্কিনি গায়কের কণ্ঠে মানিকে মাগে হিতে অবশ্য ইতিবাচকভাবে নিয়েছেন নেটিজেনরা। এরিককে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।

ইয়োহানির গান নিয়ে শ্রোতারা বলেছেন, ওই গান কানের পক্ষে আরামদায়ক। আর সেই কারণেই শ্রীলংকার গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বে রাজত্ব করতে পেরেছে গানটি। কিন্তু এরিক সিংহলি ভাষার সঙ্গে কিছু ইংরেজি শব্দ জুড়ে গানে যে টুইস্ট এনেছেন, তা শুনে সকলেই অবাক। অনেকের দাবি, এরিকের গান ‘মানিকে মাগে হিতে’র মূল সংস্করণকেও ছাপিয়ে গেছে।

সূত্র:যুগান্তর