উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে কি-না, জানা যাবে কাল

জাতীয় সংসদের শূন্য হওয়া পাঁচটি আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে শনিবার (২৯ আগস্ট) সিদ্ধান্ত নেবে বিএনপি।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, শনিবার বিকেল পাঁচটায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে উপ-নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ওই বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছিলেন, শনিবারের বৈঠকে উপ-নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হবে।