যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে সেপ্টেম্বরে: সিডিসি

আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু ২ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। বৃহস্পতিবার সিডিসির এক পূর্বাভাসে করোনা মৃত্যু নিয়ে এই পূর্বাভাস দেয়া হয়েছে।

পূর্বাভাসে আগামী চার সপ্তাহের মধ্যে দেশটিতে করোনায় কত মানুষের মৃত্যু হতে পারে সেই তথ্য দেয়া হয়েছে।

সিডিসি বলছে, ১৯ সেপ্টেম্বর শেষ হতে যাওয়া সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৪ হাজার থেকে ৮ হাজার ৩০০ জনের প্রাণহানি ঘটতে পারে।

তবে করোনার সবচেয়ে খারাপ পরিস্থিতিতে দেশটিতে মোট মৃত্যু ২ লাখ ৭ হাজার ছাড়িয়ে যেতে পারে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে এক লাখ ৮০ হাজার মানুষ মারা গেছেন; যা বিশ্বের কোনও দেশে করোনায় একক সর্বোচ্চ মৃত্যু।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে। এতে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪৬ লাখ ৮৫ হাজারের বেশি এবং মারা গেছেন ৮ লাখ ৩৬ হাজারের বেশি।