উপজেলা নির্বাচন বাঘা থেকে ৯ প্রার্থীর তালিকা গেলো ঢাকায়

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে বাঘা থেকে ৯ জন প্রার্থীর তালিকা গতকাল মঙ্গলবার ঢাকায় পাঠানো হয়েছে। বাঘা উপজেলা আ.লীগের ৫ সদস্য বিশিষ্ট তালিকা প্রস্তুত কমিটির সিধান্তে এ তালিকা পাঠানো হয়।

জানা যায়, বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোটেক লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী, বাঘা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহসভাপতি আজিজুল আলম, আ.লীগ নেতা ড. আবদুস সালাম লাভলু, আমানুল হাসান দুদু, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম তুহিন আল হাসান, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন মিল্টন, মোকাদ্দেস আলী, শাহিন আলম, মিজানুর রহমান, কামাল হোসেন, আবদুল কুদ্দস, নারী ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা খাতুন লতা, রিজিয়া আজিজ সরকার, হোসনে আরা খাতুন রিতা, মঞ্জুরা খাতুন, মাহমুদা হকসহ ১৯ জন প্রার্থী কমিটির কাছে নিজ নিজ প্রার্থীর জন্য আবেদন করেন।

কমিটির সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, ওহিদুর রহমান, আমজাদ হোসেন, নুর মোহাম্মদ তুফান, আবু বক্কর সিদ্দিক মতবিনিময়রে মাধ্যমে ৯ জনকে চুড়ান্ত করে তালিকা প্রস্তুত করে ঢাকায় প্রেরণ করেন।

যাদের নামের তালিকা ঢাকায় পাঠানো হয়ে তারা হলেন,চেয়ারম্যান পদে জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোটেক লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী, বাঘা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন মিল্টন, মোকাদ্দেস আলী, শাহিন আলম। নারী ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা খাতুন লতা, রিজিয়া আজিজ সরকার, হোসনে আরা খাতুন রিতা। তবে এদের মধ্যে তিন পদে আ.লীগের দলীয় মনোনীত কে হবে এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। প্রার্থীরা সবাই আশাবাদী নিজ নিজ পদে দলীয়ভাবে মনোনয়ন পাবেন।

এ বিষয়ে তালিকা প্রস্তুত কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, কেন্দ্রীয়ভাবে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে নামের তালিকা প্রস্তুত করে ঢাকায় পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিয়ে উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বিশেষ সভার মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ কমিটি সিধান্ত নিয়ে ৯ জনে তালিকা প্রস্তুত করে জেলার মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে।

স/জি