উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সিরিজে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারেনি উইন্ডিজ। মঙ্গলবার ৭ উইকেটের জয়ে ৩-০ ব্যবধানে ট্রফি জিতে নেয় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গায়ানার প্রোভিন্স স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে উইন্ডিজ। ভারতীয় নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৬ উইকেটে ১৪৬ রান তুলতে সক্ষম হয় ক্যারিবীয়রা। দলের হয়ে ৪৫ বলে এক চার ও ছয়টি ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন কায়রন পোলার্ড। এছাড়া ২০ বলে অপরাজিত ৩২ রান করেন রোভম্যান পাওয়েল।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের ৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে ভারত। দলের হয়ে ৪৫ বলে ছয়টি চারের সাহায্যে সর্বোচ্চ ৫৯ রান করে আউট হন অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া ৪২ বলে চারটি বাউন্ডারি ও সমান ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিশব প্যান্ট।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৬/৬ (পোলার্ড ৫৮, পাওয়েল ৩২; দিপক চাহার ৩/৪. সাইনি ২/৩৪)।

ভারত: ১৯.১ ওভারে ১৫০/৩ (প্যান্ট ৬৫*, কোহলি ৫৯, লোকেশ রাহুল ২০)।

ফল: ভারত ৭ উইকেটে জয়ী।