ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে শিবগঞ্জে ভিজিএফের গম বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪১ হাজার ২শ ৫৫ জন দুস্থদের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে ৫৬৭.১৪৫ মেট্রিক টন গম বিতরণ বৃহস্পতিবার থেকে শুরু হবে।
উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, এ বছর ঈদুল ফিতরের জন্য ৪১ হাজার ২শ ৫৫ পরিবারের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে কার্ড প্রতি ১০ কেজি চাউলের পরিবর্তে অনিবার্য কারণবশত ১৩ কেজি ৭শ ২০ গ্রাম গম দেয়া হবে।
বরাদ্দকৃত কার্ড ও গমের মধ্যে শাহবাজপুর ইউনিয়নে ৪ হাজার ৫৪ টি কার্ডের জন্য ৫৫ হাজার ৬শ ২০ কেজি গম, দাইপুখুরিয়া ইউনিয়নে ৩ হাজার ৪৬টি কার্ডের জন্য ৪১ হাজার ৭শ ৯১ কেজি গম, মোবারকপুর ইউনিয়নে ২ হাজার ৩শ ৭টি কার্ডের জন্য ৩১ হাজার ৬শ ৪২ কেজি গম, চককীর্তি ইউনিয়নে ২ হাজার ৮শ ২২টি কার্ডের জন্য ৪৮ হাজার ৫শ ৩৮.৪০ কেজি গম, কানসাট ইউনিয়নে ৩ হাজার ৪৮টি কার্ডের জন্য ৪১ হাজার ৮শ১৮.৫৬ কেজি গম, শ্যামপুর ইউনিয়নে ৩ হাজার ১শ ১১টি কার্ডের জন্য ৪২ হাজার ৬শ ৮৩ কেজি গম, মনাকষা ইউনিয়নে ৪ হাজার ৫১টি কার্ডের জন্য ৫৫ হাজার ৫শ ৮০ কেজি গম, দুর্লভপুর ইউনিয়নে ৪ হাজার ২শ ১৩ কার্ডের জন্য ৫৭ হাজার ৮শ ২ কেজি গম, উজিরপুর ইউনিয়নে ৭শ ৩৫ টি কার্ডের জন্য ১০ হাজার ৪ কেজি গম, পাঁকা ইউনিয়নে ১ হাজার ৬শ ৬২টি কার্ডের জন্য ২২ হাজার ৮শ ২ কেজি গম, ঘোড়াপাখিয়া ইউনিয়নে ১ হাজার ২শ ৮৮টি কার্ডের জন্য ১৭ হাজার ৬শ ৭১ কেজি গম, ধাইনগর ইউনিয়নে ২ হাজার ৯শ ৮৬টি কার্ডের জন্য  ৪০ হাজার ৯৬৮ কেজি গম, নয়ালাভাঙা ইউনিয়নে ৩ হাজার ২শ ১২ টি কার্ডের জন্য ৪৪ হাজার ৮২ কেজি গম ও ছত্রাজিতপুর ইউনিয়নে ১ হাজার ২শ ৫৫টি কার্ডের জন্য ২১ হাজার ৩ শ ৬২ কেজি গম বরাদ্দ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা  প্রকোশলী অারিফুল ইসলাম জানান,ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ৪১ হাজার ২শ ৫৫টি দুস্থ পরিবারকে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এ তিনদিনে কোন অনিয়ন ও দূর্নীতি ছাড়ায় কার্ড প্রতি ১৩ কেজি ৭শ ২০ গ্রাম করে গম বিতরণ করা হবে। যদি সংশ্লিষ্ট কেউ কোন অনিয়ন করে বা কার্ড আত্মসাত করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/শ