ই-জিপিতে কেনাকাটা দুই লাখ ছাড়াল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইলেকট্রনিক প্রকিউরমেন্ট বা ই-জিপি পদ্ধতিতে সরকারি কেনাকাটার সংখ্যা দুই লাখ পেরিয়ে গেছে।

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১১ সালে চালু হয় ই-জিপি। প্রথম বছরে ২৪ কোটি টাকার ১৪ দরপত্র আহবান করা হয় এ পদ্ধতিতে। তারপর থেকেই ধাপে ধাপে বাড়তে থাকে এর পরিমাণ।

ই-জিপিতে গত মঙ্গলবার পর্যন্ত সরকারি ক্রয়ের জন্য দরপত্রের মাধ্যমে কেনাটাকার সংখ্যা ছিল দুই লাখ এক হাজার ৩৯১, যা টাকার অংকে দাঁড়ায় এক লাখ ৭৯ হাজার কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রনালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট বা সিপিটিইউ এটি বাস্তবায়ন করছে।

ইতিমধ্যে সরকারের এক হাজার ৩২৪ সংস্থার মধ্যে এক হাজার ২৫৩টিই এ পদ্ধতিতে সরকারি ক্রয়ের সঙ্গে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন সিপিটিইউ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশীয় কোম্পানি দোহা টেক ই-জিপি পদ্ধতির কেনাকাটার এ সলিউশন তৈরি করেছে। এরপর তারা নেপালে একই পদ্ধতিতে দেশটির সরকারি কেনাকাটার পদ্ধতি চালু করতে কাজ পেয়েছে।

শ্রীলংকাও সম্প্রতি বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে সরকারি কেনাকাটায় এমন পদ্ধতি চালুর বিষয়ে পরামর্শের জন্য।