মঙ্গলবার , ২৪ অক্টোবর ২০১৭ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইবিতে বাংলা বিভাগের সেমিনার অনুষ্ঠিত

Paris
অক্টোবর ২৪, ২০১৭ ৬:৪৯ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘আত্ম-মূল্যায়নের মাধ্যমে সচেতনতা তৈরীর কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের ‘সেল্ফ এ্যাসেসমেন্ট’ কমিটি এ কর্মশালার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদ। এসময় বক্তারা বিভাগের শিক্ষা কার্যক্রমকে উন্নয়নমূখী করার জন্য বিভিন্ন ধরণের দিক-নির্দেশনামূলক আলোচনা করেন।

বাংলা বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমানের সভাপতিত্বে ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. রশিদুজ্জানের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাস, বিভাগের শিক্ষক প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ, প্রফেসর ড. নাসরিন আক্তার, ইয়াসিন আলী, গাজী মাহবুব মুর্শিদ, ড. শেখ রেজাউল করিম, ড. রবিউল হোসেন, ড. খোন্দকার আরিফা আক্তার, ড. মনজুর রহমান, ড. বাকী বিল্লাহ, ইয়াসমিন আরা সাথী, ড. তপন কুমার রায়, রোজী আহমেদ, ফৌজিয়া খাতুন, রওশন আরা এবং তিয়াশা চাকমাসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
স/শ

সর্বশেষ - শিক্ষা