ইবিতে জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনাসভা

ইবি প্রতিনিধি:
ইবিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আয়োজনে টি.এস.সি.সি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়ের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপর ধর্মালোচক হিসাবে প্রানবন্ত বক্তব্য রাখেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রক্ষ্মচারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিপ্লব বাইচ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বমর্¥ণ, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রক্টর (ভারঃ) ড. আনিচুর রহমান, প্রফেসর ড. অশোক কুমার চক্রবর্তী, প্রফেসর ড. দেবাশীষ শর্মা, প্রদীপ কুমার অধিকারী, বিপুল রায়, জয়শ্রী সেন, প্রধান প্রকৌশলী (ভারঃ) আলিমুজ্জামান টুটুল, ছাত্রলীগ ইবি শাখার সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও হিন্দুধর্মাবলম্বী সকল শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ।

আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স/অ