সোমবার , ১১ ডিসেম্বর ২০১৭ | ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে চিনা রাষ্ট্রদূতের আগমন

Paris
ডিসেম্বর ১১, ২০১৭ ৫:১০ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে চিনা রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং।

সেমাবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে ও আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মেহের আলীর সঞ্চালনায় অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা।

এসময় চিনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং বলেন, চিন প্রতি বছর ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে, এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সুযোগ থাকবে বেশি।

অনুষ্ঠানের শুরুতে উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী চিনা রাষ্ট্রদূতকে ক্রেস্ট প্রদান ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
স/শ

সর্বশেষ - শিক্ষা