ছাত্র সংসদের দাবিতে এবার রাবিতে আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এবার আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ফোকলোর বিভাগের শিক্ষক ড. আমিনুল ইসলাম কনক। রাবি ছাত্র ইউনিয়ন এই প্রদর্শনীর আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাতিল সিরাজ, রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি এ.এম শাকিল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিঠুন চন্দ্র মহন্ত, সদস্য শাকিলা খাতুন প্রমুখ।

উদ্বোধনকালে বক্তারা বলেন, ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের অধিকার খর্ব হচ্ছে। তাদের মধ্যে নেতৃত্বের গুণ তৈরি হচ্ছে না। এই প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংসদের প্রয়োজনীয়তা তুলে ধরবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওইদিন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দেন শিক্ষার্থীরা।
স/শ