মঙ্গলবার , ১৯ মার্চ ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইন্দোনেশিয়ায় ভুতুড়ে ভোটার!

Paris
মার্চ ১৯, ২০১৯ ৪:২৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বের তৃতীয় বৃহৎ গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ার জাতীয় নির্বাচনে এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভোটার তালিকা।

চীনা ও রুশ হ্যাকারদের অনুপ্রবেশ এবং কয়েক লাখ ভুতুড়ে ভোটারের নাম তালিকায় যোগ হওয়ায় উত্তেজনা চলছে।

নির্বাচনের মাসখানেক আগে গত সপ্তাহে ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন (কেপিইউ) বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা উসকে দিয়েছেন। কমিশন বলছে, ইন্দোনেশিয়ার ভোটার তালিকায় পরিবর্তন ও হস্তক্ষেপ করতে চেষ্টা করছে চীন ও রুশ হ্যাকাররা।

মুসলিমপ্রধান দেশটিতে ১৮ কোটি ৭০ লাখের মতো ভোটার রয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার আরিফ বুদিমান যখন এমন মন্তব্য করেন, তখন কমিশনের আইটি নিরাপত্তা দলকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

কেপিইউর আইটি অবকাঠামো পরামর্শক হ্যারি সুফেমি বলেন, চীন, রাশিয়া ও মার্কিন হ্যাকাররা ক্রমাগত হ্যাকিং চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ চেষ্টা সম্ভবত দেশের ভেতর থেকে করা হচ্ছে।

তিনি বলেন, সম্ভবত অধিকাংশই স্থানীয় হ্যাকার। তারা নিজেদের অবস্থান লুকাতে ওই দেশগুলোকে ব্যবহার করছেন।

দেশটির বিরোধীরা বলছেন, চলতি বছর তালিকায় বহু সন্দেহজনক ভোটার যুক্ত হয়েছেন। এ মাসের শুরুতে নির্বাচন কমিশন শতাধিক বিদেশি নাগরিকের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

এমনকি গত সোমবারও পশ্চিমা জাভায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দুই নাগরিকের নাম পাওয়া গেছে ভোটার তালিকায়।

সর্বশেষ - আন্তর্জাতিক