সোমবার , ২৩ নভেম্বর ২০২০ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ হলেন টাইগার পপ

Paris
নভেম্বর ২৩, ২০২০ ৪:১৪ অপরাহ্ণ

টিভি চ্যানেল সনি টিভিতে প্রচারিত ভারতীয় ড্যান্স রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ পেয়ে গেল তাদের প্রথম সিজনের চ্যাম্পিয়নকে! শো’টির বিজয়ী হয়েছেন ভারতের গুরগাঁও গ্রামের ছেলে টাইগার পপ ওরফে অজয় সিং।

রবিবার অনুষ্ঠিত শোটির গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন টাইগার পপ জিতেছেন ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ এর ট্রফি সহ নগদ ১৫ লক্ষ টাকা এবং একটি মারুতি গাড়ি। এছাড়াও টাইগারের কোরিওগ্রাফার ভার্তীকা ঝা জিতেছেন পাঁচ লক্ষ টাকার চেক। টাইগার পপ ছাড়াও শোটির অন্যান্য ফাইনালিস্ট হিসেবে উপস্থিত ছিলেন মুকুল জেইন, শ্বেতা ওয়ারিয়ার, পরমদীপ সিং এবং শুভ্রনীল পাল।

শোটির চ্যাম্পিয়ন হয়ে টাইগার পপ বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার দীর্ঘদিনের তপস্যা আজ সত্যি হয়েছে। আমি খুবই কৃতজ্ঞ আমার কোরিওগ্রাফার ভার্তীকা ঝা এর প্রতি, কেননা তার নির্দেশনা ব্যতিত এটি সম্ভব হত না। এছাড়াও সকল বিচারকবৃন্দ ও দর্শকদের ধন্যবাদ জানাই আমাকে সর্বদা অনুপ্রেরণা দেওয়ার জন্য।

শো-এর বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন গীতা কাপুর, টেরেন্স লুইস এবং মালাইকা আরোরা। এছাড়াও ফাইনালে আরো উপস্থিত ছিলেন ধর্মেশ ইয়ালান্দে, রাঘব জুয়াল, পূজা সাওয়ান্ত, সুশান্ত সিং, প্রিয়া আনন্দ, অমিত শিয়াল, সুকীর্তি কাণ্ডপাল, আশায় মিশ্র সহ আরো অনেকেই।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত