ইতালিতে জব্দ রুশ ধনকুবেরের ৪৭০ ফুট দীর্ঘ সুপার ইয়ট

ইতালির সরকারি কর্তৃপক্ষ রাশিয়ার বিলিয়নেয়ার আন্দ্রে মেলনিচেঙ্কোর মালিকানাধীন ৪৪ কোটি ৩০ লাখ পাউন্ড দামের অতি বিলাসবহুল প্রমোদতরী (সুপার ইয়ট) জব্দ করেছে। ১৪৩ ৪৭০ ফুট দীর্ঘ নৌযানটিকে বিশ্বের বৃহত্তম পালতোলা ইয়ট বলে মনে করা হয়।

রুশ ধনকুবেরের ইয়টটি উত্তর ইতালির ত্রিয়েস্তে বন্দরে আটক করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেছেন। ইউরোপীয় ইউনিয়ন অনেক রুশ শত কোটিপতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

জোটের সদস্য দেশগুলো সে অনুযায়ী তাদের সম্পদ বাজেয়াপ্ত করা শুরু করেছে।

গত সপ্তাহে ফরাসি কর্তৃপক্ষ ধনকুবের ইগর সেচিনের মালিকানাধীন একটি ২৪০ ফুট দীর্ঘ ইয়ট জব্দ করেছে।

আন্দ্রে মেলনিচেঙ্কো রাশিয়ার সার এবং কয়লাসহ জ্বালানি খাতের বড় শিল্পপতি। এই সপ্তাহের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কালো তালিকায় তার নাম উঠেছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ