রোনালদোর হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয় ম্যানইউর

তিন ম্যাচ পর গোলে ফিরেই হ্যাটট্রিক করে ম্যানচেস্টার ইউনাইটেডকে জেতালেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। স্পার্সদের হয়ে গোল করেছেন হ্যারি কেইন এবং বাকি গোলটি ছিল আত্মঘাতী।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ম্যানইউ।

১২ মিনিটে চোখ ধাঁধানো গোলে স্বাগতিকদের এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে ডান পায়ের গতির শটে লক্ষ্যভেদ করেন এই পর্তুগিজ তারকা। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে টটেনহ্যামকে সমতায় ফেরান হ্যারি কেইন। এর চার মিনিট বাদে আবারও রোনালদো ঝলকে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। জ্যাডন সাঞ্চোর বাড়ানো পাসে ট্যাপ ইন শটে বল জালে জড়ান রোনালদো।

৭২ মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে টটেনহ্যামকে গোল উপহার দেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। ৮১ মিনিটে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডের জয় নিশ্চিত করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এলেক্স তেলেসের কর্নারে হেডে বল জালে জড়ান এই পর্তুগিজ তারকা। চলতি লিগে এটি তার ১২তম গোল এবং ক্লাব ক্যারিয়ারে ৪৯তম হ্যাটট্রিক। বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি টটেনহ্যাম।

২৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানেই থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে টটেনহ্যাম। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি এবং ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।

 

সূত্রঃ কালের কণ্ঠ