ইউরোপে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড যুক্তরাজ্যে

ইউরোপে করোনায় সবচেয়ে বেশি মৃতের সংখ্যা যুক্তরাজ্যে। এখন পর্যন্ত ২৯ হাজার ৪২৭ জন কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন দেশটিতে। এ পরিস্থিতিকে ভয়াবহ বলছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র‌্যাব এবং এর আগে এমন পরিস্থিতি তৈরি হয়নি বলেও বলছেন তিনি।

ইউরোপের মধ্যে এর আগে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ছিলে ইতালিতে। সেখানে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন। এ বিষয়ে আন্তজার্তিক গণমাধ্যম বিবিসির পরিসংখ্যান প্রধান রবার্ট কফ বলছেন ইতালির চেয়ে দ্রুত গতিতে যুক্তরাজ্যে বেড়েছে মৃতের সংখ্যা। তবে জনসংখ্যার হিসেবে ইতালির চেয়ে শতকরা ১০ ভাগ জনগন বেশি যুক্তরাজ্যে।

জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। আর দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৩ জন। অপরদিকে যুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৯৯০ জন। তবে মোট আক্রান্তের সংখ্যা কম হলেও মোট মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য।

সারা বিশ্বে ৩৭ লাখ ২৭ হাজার ৯৯৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ লাখ ৫৮ হাজার ৩৫৪ জন।

 

সুত্রঃ কালের কণ্ঠ